Tuesday 6 March 2018

New 2018 BIOLOGY suggestion for free from Webexam.in for class12 in bengali version WBCHSE


HS 2018 Biology Suggestion

Part-A [52 Marks]
. যৌন অযৌন জননের পার্থক্য লেখ। পাথরকুচি কিভাবে বংশবিস্তার করে। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের তিনটি পদ্ধতি ব্যাখ্যা করো। দ্বিনিষেক কি এবং এর তাৎপর্য আলোচনা করো। অযৌন জননের প্রকারভেদ গুলি উদাহরণসহ আলোচনা করো
. বায়ু পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। জিন মিউটেশন কিভাবে ঘটে? জীবাশ্মের গুরুত্ব লেখো। ক্রসিংওভারের তাৎপর্য আলোচনা করো। ডাউন সিনড্রোমের দুটি কারণ লেখো। Cloning Vector বলতে কি বোঝো? মধুর উপাদান গুলি কি কি?
. জীববৈচিত্রের বিলুপ্তির কারণ গুলি বর্ণনা করো। DNA-এর দ্বীতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো। জেনেটিক কোডের বৈশিষ্ট্য লেখো। Ex-situ সংরক্ষণ কি এবং উদাহরণ দাও। কঠিন বর্জপদার্থের উৎসগুলি উল্লেখ কর এবং নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করো। আলফা বৈচিত্র্য কি?

. টিকাকরণের গুরুত্ব লেখো। অ্যান্টিজেন অ্যান্টিবডি পার্থক্য লেখো। মিউটেশন তত্ত্বের বৈশিষ্ট্য লেখো। ক্যান্সার এর কারণগুলো উল্লেখ করো। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? স্পার্মাটোজেনেসিস বলতে কি বোঝায়? কলাপালনের গুরুত্ব লেখো। গ্রিফিথের পরীক্ষা সাহায্য DNA- যে জেনেটিক বস্তু তা ব্যাখ্যা করো

. শব্দ চিত্রের সাহায্যে কার্বন চক্র ফসফরাস চক্র ব্যাখ্যা করো। খাদ্য শৃংখল এর প্রকারভেদগুলি লেখো। জাঙ্গল উদ্ভিদের অভিযোজন গুলি ব্যাখ্যা করো। জন্মহার মৃত্যুহার এর পার্থক্য লেখো। ফাইলেরিয়া রোগের লক্ষণ কি কি। মানবদেহে বিভিন্ন প্রকার ড্রাগের প্রতিক্রিয়া উল্লেখ করো
. সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি? IgG IgM অ্যান্টিবডির কাজ কী? সপুষ্পক উদ্ভিদের সস্য কিভাবে গঠিত হয়? মরুলা ব্লাস্টুলার পার্থক্য লেখো। শুক্রাণু ডিম্বাণুর গঠনগত পার্থক্য লেখো। জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গুলি উদাহরণসহ আলোচনা করো। DNA রেপ্লিকেশনের বৈশিষ্ট্য এবং তিনটি উৎসেচকের ভূমিকা লেখো
. প্রকরন কিভাবে উৎপন্ন হয়? মর্ডান সিন্থেটিক তত্ত্ব ব্যাখ্যা করো। মাছের দুটি রোগের নাম জীবাণু সহ উল্লেখ করো। পলিপ্লয়েড উৎপাদনের পদ্ধতি ব্যাখ্যা করো। ব্রিডিং হাপা হ্যাচিং হাপার মধ্যে পার্থক্য লেখো। জৈবিক নিয়ন্ত্রণে বিটলের দুটি ভূমিকা লেখো

. Agenda 21কী? জল দূষণ, শব্দ দূষণ বায়ু দূষণের উৎস প্রভাব আলোচনা করো। সীসা ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম লেখো। ধোঁয়াশা কি? চিপকো আন্দোলনের তাৎপর্য লেখো। ইউট্রোফিকেশন কী? বায়োস্ফিয়ার রিজার্ভ এর বৈশিষ্ট্য আলোচনা করো। জীব বৈচিত্র অবলুপ্তির কারণ গুলি ব্যাখ্যা করো

. পেস্ট দমনের জৈবিক পদ্ধতি ব্যাখ্যা করো। Bt তুলা কিভাবে উৎপন্ন হয়? জৈবপ্রযুক্তি নীতি ব্যাখ্যা করো। রোগ নিরাময়ে জিন থেরাপির ভূমিকা লেখো। বায়োগ্যাস ব্যবহারে সুবিধা লেখো। সহজাত অর্জিত অনাক্রম্যতা কাকে বলে? পরিব্যক্তি , প্রাকৃতিক নির্বাচন প্রজননগত বিচ্ছিন্নতা বলে কি বোঝায়?


No comments:

Post a Comment

try It

New 2018 BENGLA suggestion for free from Webexam.in for class12 in bengali version WBCHSE

  West Bengal Higher Secondary 2018 Bengali Suggestion Download | WBCHSE Suggestion with Sure Common Download West Bengal Highe...